১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব-৯
সঙ্গমকালীন পেলভিক অঞ্চলে ব্যাথা নিতম্ব বা শ্রোনী অঞ্চলে (ইংরেজিতে যাকে পেলভিক অঞ্চল বলে) প্রদাহের কারনে সঙ্গমকালীন ব্যাথা হতে পারে। পেলভিক অঞ্চলের প্রদাহ বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ সংক্ষেপে পিআইডি সাধারনত মাসিকের সময় অপরিচ্ছন্ন কাপড় বা তুলা ব্যবহার করার ফলে কিংবা খুব বেশি সময় ধরে ব্যবহারের ফলে ব্যাকটেরিয়ার আক্রমনে হয়ে থাকে। পিআইডি’র প্রধান লক্ষনগুলোর অন্যতম হল সঙ্গমের সময় পেলভিক অঞ্চলে ব্যাথা। ব্যাকটেরিয়ার আক্রমন শুধু জরায়ুতেই নয় ফ্যালোপিয়ান টিউবেও হতে পারে। যার ফলে যোনীদ্বার থেকে...
Posted Under : Health Tips
Viewed#: 609
আরও দেখুন.

